হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,
ওগো দয়াময়-রহিম রহমান
তোমাকে নিয়ে এমন গাইতে চাই গান
তোমারি কথা শুধু মনে গাহে
তোমাকে জানতে ইচ্ছে করে
তোমারি কথা শুধু মনে বলে
তোমাকে চিনতে ইচ্ছে করে
আশ্রয় দিও প্রভু রোজ হাশরে
তোমার ঐ আরশের ছায়াতলে
তোমার শ্রেষ্ঠ নেয়ামত কোরআন পেয়ে
পেয়েছি আমি পথের দিশা
তোমার শ্রেষ্ঠ রাসুল পেয়ে
পেয়েছি আমি বাঁচার আশা
রাসুলের আহলে বাইত পেয়ে
পেয়েছি আমি আলোর দিশা
তাদের উসিলায় তুমি ক্ষমা করো মোরে
তোমারি নিকটে এই শুধু আশা-
তোমারি নিকটে এই শুধু আশা।
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য শত কোটি দরূদ ও সালাম মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তাঁর পবিত্র বংশধারা আহলে বাইত (আ:) গণের উপর বর্ষিত হোক এবং যামানার ইমাম মাহাদি (আ:) এর আগমন ত্বরান্বিত হোক।
আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওয়া আর্জিল ফারাজাহুম।
লেখক: মোহাম্মদ হোসাইন, সদস্য সচিব বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং সেক্রেটারি, পবিত্র কুরআন ও আহলে বায়ত শিক্ষা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, বাংলাদেশ।
আপনার কমেন্ট